Terms & Conditions

টার্মস এবং কন্ডিশনস:

১. আপনার অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস (ইউজারনেম এবং পাসওয়ার্ড) একান্তই আপনার ব্যক্তিগত। এগুলো অন্য কোনো ব্যাক্তি/মাধ্যমের সাথে শেয়ার করা অনুমোদিত নয়। অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালস অন্য কোনো ব্যাক্তি/মাধ্যমের সাথে শেয়ার করা হলে আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় বিনা নোটিশে টার্মিনেট করা হতে পারে এবং সেক্ষেত্রে আপনি আর এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না।

২. কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত যে কোনো কোর্স ম্যাটেরিয়ালস ডিস্ট্রিবিউশন সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ। আমরা আশা করি, এ ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। এটি সামগ্রিক ভাবে সবাইকেই ক্ষতিগ্রস্থ করতে পারে।

৩. ‘Brain Skill’ এর কোর্স সম্পর্কিত যেকোনো ভিডিও, টেক্সট বা কনটেন্ট ”Brain Skill’ থেকে লিখিত অনুমতি ছাড়া অন্য কারও সাথে অর্থের বিনিময়ে বা বিনামূল্যে আদান-প্রদান বা শেয়ার করা আইনত দন্ডনীয় অপরাধ। গুগল ড্রাইভ, ফেইসবুক, ইউটিউব, কিংবা কোনো পেনড্রাইভ, সিডি, ডিভিডি বা অন্য কোন মাধ্যমে শেয়ার করলে ‘Brain Skill’ টিম আইনানুগ প্রতিনিধি” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর কপিরাইট আইন, কপিরাইট এক্ট ২০০০, কপিরাইট এক্ট ২০০৫ সংশোধন: সেকশন ৮৪, ডিজিটাল কপিরাইট আইন, Digital Security Act, 2018, Digital Security Act, 2018 (সেকশন ১৯) এবং সাইবার সিকিউরিটি বা উপযুক্ত আইন অনুসারে আমার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।

৪. অনুগ্রহ করে ‘Brain Skill’ সাপোর্ট চ্যাট, গ্রুপ চ্যাট, ফেইসবুক গ্রুপ পোস্ট, কমেন্ট, ফেসবুক পেজ অথবা’Brain Skill’ সম্পর্কিত যেকোনো মাধ্যমে সব ধরণের ব্যাক্তিগত আক্রমন, রাজনৈতিক আলাপ এবং হিংসাত্মক কথাবার্তা থেকে বিরত থাকবেন। এরকম যেকোনো কাজের জন্য আপনাকে গ্রুপ চ্যাট এবং গ্রুপ মেম্বেরশিপ থেকে মিউট/বাতিল করে দেয়া হবে এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় টার্মিনেট করা হতে পারে।

৫. কোর্সে এনরোল করার পূর্বে কোর্স কারিকুলাম দেখে নিবেন, অন্যথায় কোন অভিযোগ গ্রহন করা হবে না। আপনার কোর্স কারিকুলাম সম্পর্কিত কোনো অনুরোধ থাকলে সাপোর্ট চ্যাট, ইমেইল অথবা ফেসবুক পেজে ম্যাসেজ দিয়ে জানাতে পারেন।

৬. কোর্স চলাকালে শিক্ষা উপকরণ হিসেবে যেসকল ওয়েবসাইট লিঙ্ক, ভিডিও লিঙ্ক, ব্লগ লিঙ্ক গুলো প্রদান করা হবে তা কেবল আপনাদের অনুশীলনের স্বার্থে।

৭. গ্রুপ চ্যাট, ফেইসবুক গ্রুপ পোস্ট, কমেন্ট, ফোরাম অথবা ফেসবুক পেজে সকল প্রকার প্রমোশনাল পোস্ট, স্প্যামিং থেকে বিরত থাকুন। এরকম যেকোনো কাজের জন্য আপনাকে গ্রুপ চ্যাট এবং গ্রুপ মেম্বাররশিপ থেকে মিউট/বাতিল করে দেয়া হবে এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় টার্মিনেট করা হতে পারে।

৮. সকল প্রকারের পেমেন্ট সক্রান্ত বিষয়ের জন্য ‘Brain Skill’ সিদ্ধান্ত চূড়ান্ত। পেমেন্ট করার পূর্বে অবশ্যই কোর্সের মূল্য এবং মাধ্যম ভালো ভাবে দেখে নেবেন। এই সংক্রান্ত যে কোন জিজ্ঞাসা আমাদের প্রদত্ত নাম্বার, সাপোর্ট, ইমেইল অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন।

Pay Attention

আশা করছি, উপরের টার্মস এবং কন্ডিশনসগুলো মেনে চলবেন এবং পরিপূর্ণভাবে কোর্সটি সম্পন্ন করবেন।